
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমনুরা সড়কে দামি ব্যান্ডের দাদু মটরসের জিপগাড়ির স্যালেন্সারের পাইপে চারার খড় জড়িয়ে আগুন লেগে গেলেও রক্ষা পেলো তিন যাত্রী। শনিবার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আমতলা মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিপ্যাডের ওখানে জিপগাড়ির স্যালেন্সারের পাইপে সড়কে শুকাতে দেওয়া একগুচ্ছ খড় চারায় জড়িয়ে যায়। তাতে আগুনের সূত্রপাত হয়। সেই সময় গাড়ির চালককে স্থানীয়রা থামানোর সংকেত দিলে বুঝতে পারেনি ড্র্রাভার। তবে কিছু দূর যাওয়ার পর আগুনের তীব্রতা বেশী হলে পুনরায় আমতলা মোড়ের লোকজন চিৎকার করলে জিপগাড়ীর ড্রাইভার ও যাত্রীরা বুঝতে পারেন।
তাৎক্ষণিক ড্রাইভার দ্রুত গাড়ী হতে নেমে পড়েন। পরে ঔই গাড়িতে থাকা তিন জনও নেমে পড়েন। এই সময় স্থানীয় এলাকাসী আগুন নেভাতে দ্রুত এগিয়ে আসেন। পরে গোদাগাড়ী ফায়ার সর্ভিস কে খবর দিলে তা দ্রুত নেভাতে সক্ষম হয়। গাড়িটির ইজ্ঞিনসহ নানান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
স্থানীয় এলাকাবাসী জানান, গাড়ীটি রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। রাস্তার উপর খড় শোকাতে দেওয়ার ফলে নানান দূর্ঘটনা ঘটছে। এগুলো রোধ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার আতাউর রহমান বলেন, মাক্রোবাসটির আগুন সূত্রপাত হয়েছে শুকনা খড় থেকে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো গাড়ীটি পুড়ে যেত।