
আগরতলা (ত্রিপুরা): তিন দফা দাবিতে ত্রিপুরা রাজ্যে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বামফ্রন্ট সমর্থিত মহিলাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্যের রাজধানী আগরতলা হরিয়ান চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি।
এই গণ অবস্থানে রাজধানী আগরতলা এবং শহরতলি এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে এনআরসি, সিএএ এবং এনআরপি যেন ভারতে চালু করা না হয়। ত্রিপুরায় নারী নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে তা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া এবং এবছর যে জনবিরোধী বাজেট তৈরি করা হয়েছে তার বিরোধিতা করা।
এই গণঅবস্থান উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, পাঞ্চালি ভট্টাচার্যসহ শতাধিক নারী।