
পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে বৃহস্পতিবার ৬টি ইভেন্টের প্রতিযোগীতা উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ। এর আগে ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট এবং অন্তঃকক্ষ মিলে মোট ২৯টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা হলেন সানজিদা আক্তার, জাহিদুর রহমান জিসান, মিস্তাহুল জান্নাত মিম, দুর্জয় রায়, মিতু, তরি, আমির হামজা, মিথীলা আক্তার, রাহাত, ফাহমিদা, ইস্তিয়াক ও জুই এবং বিএনসিসি দল ও মমতা মহন্ত’র দল। বিকেলে বিজীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান।