
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
শুক্রবার সকালে এক টুইটে মন্ত্রী জানান, সকালে ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৫৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে তিনজন। করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশে ৫শ জনের বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিনসন।