
রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম রাজ (৩০) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুশিল। বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিজের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তিনি নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকার মৃত জাহাগীর আলমের ছেলে।
রাজশাহী মহনগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, জাহিদুল ইসলাম ঋণগ্রস্থ ছিলেন। তার কাছে অনেকেই টাকা পেতেন। ধারণা করা হচ্ছে, ঋণে কারণে তিনি আত্মহত্যা করেছেন।
ওসি জানান, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।