
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। মুজিববর্ষের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে করোনা বিষয়ে সর্তকতার অংশ হিসেবে।
আজ শুক্রবার ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে দোষারোপের রাজনীতি। তারা জনগণের জন্য কিছু করে না। লুটপাট করতে ক্ষমতায় আসতে চায় তারা।
সারাদেশে আজ শুক্রবার থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতামূলক প্রচারণা চালাবে আওয়ামী লীগ। আজ দলের নেতাকর্মীর হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচেতনতামূলক লিফলেট সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।