
গোপালগঞ্জে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সন্দেহে আরো ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, ইতালি, চীন, সিংগাপুর, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, বাহারাইন, ব্রুনাই ও লেবাননসহ ১২টি দেশ থেকে সম্প্রতি বাড়ি ফেরা ৫০ জন প্রবাসী ও স্থানীয় দুইজনকে করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে হোম কোয়ারেন্টাইন থেকে ৫ জনকে ছাড়া হয়েছে। এসময় স্বাস্থ্যকর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ খবর রাখার পাশাপশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।