
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরের খানসামায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
২৪ মার্চ (মঙ্গলবার) গার্মেন্টস প্রতিষ্ঠান মা কাকুলী এন্টারপ্রাইজের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন,পুলিশ,ইউনিয়ন পরিষদ,শ্রমিক সংগঠন,গ্রাম পুলিশ ও ভ্যানচালকদের মাঝে ৩০০০পিস মাস্ক বিলি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন জানান, এই সময়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী,পুলিশ ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরো কিছু উপকরণ দেওয়া হবে আর স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সকলকে নিজ বাসায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি।