
ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস থেকে সাবধান থাকার লক্ষে সুপ্তি সুয়েটার লিঃ এর এম ডি মোস্তাফিজুর রহমান মামুন বিনামুল্যে পথচারী ও সর্বসাধারনের মাঝে মাক্স বিতরণ করেছেন। এ সময় তিনি রাস্তায় হেটে হেটে পথচারী, দোকানী ও ফুটপাত ব্যবসায়দের মাঝে মাক্স বিতরণ করেছেন। এ সময় অন্যান্যের মাঝে সাথে ছিলেন শামীম আহম্মেদ, হিমেল, সঅঙবাদিক সফিউল্লাহ আনছারী, সফিকুল ইসলাম সবুজ, সজিব মিয়া, সাকিব হাসান,নাজমুল হক, রণি প্রমুখ। গত কয়েকদিন যাবৎ হবিরবাড়ী সহ বিভিন্ন স্থানে সুপ্তি সুয়েটারের পক্ষ হতে এ কার্যক্রম চালানো হচ্ছে।