করোনা প্রতিরোধে রাঙ্গাবালী ইউএনওর মাস্ক বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
Published : Tuesday, 24 March, 2020 at 8:36 PM

করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জনসাধরণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান তার নিজ অর্থায়নে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করেন। উপজেলার বাহেরচর, খালগোরা ও মোল্লার বাজার এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি জোবায়ের হোসেন ও রাঙ্গাবালী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জাবির হোসেন।