সুন্দরগঞ্জে চাঁদা দাবীতে ডিলারকে আটক
ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা :
Published : Tuesday, 24 March, 2020 at 8:56 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজার নামক পয়েন্টে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির ডিলার শহিদুল ইসলামকে চাঁদা দাবিতে ভিন্ন ঘটনা সাজিয়ে পুলিশে সোপর্দ্দ করেছে কতিপয় চাঁদাবাজ ব্যক্তি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসানের নিকট এমন অভিযোগ করেন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার শহিদুল ইসলাম। এরআগে দুপুরে উক্ত বাজারে চাল বিক্রির সময় ৩ বস্তা চাল পাচারের অভিযোগ এনে ডিলারকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে স্থনীয় কতিপয় ব্যক্তি। পরে মোবাইল কোর্টের নিকট ডিলারের বিরুদ্ধে আনীত চাল পাঁচারের অভিযোগ প্রমাণিত না হওয়াসহ বিষয়টি পরিকল্পিত হিসেবে এ অভিযোগ করেন ডিলার শহিদুল ইসলাম। তিনি তাঁর অভিযোগে ৭ জনের নাম উল্লেখ পূর্বক কতিপয় ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা চাঁদা না পেয়ে তাকে (ডিলারকে) পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। ডিলার শহিদুল ইসলামের এ অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।