
বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮। এদিকে চীনে নতুন করে আরও ৭৮ জনের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গেল এক সপ্তাহের মধ্যে নতুন করে সংক্রমণ হয়েছে উহানেও।
মঙ্গলবার (২৪ মার্চ) ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, চীনে সোমবার (২৩ মার্চ) নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, দেশটিতে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাত্র ৩৯ জন।
এছাড়া ভাইরাসের উৎপত্তিস্থল উহানে মারা গেছেন সাতজন।