
করোনাভাইরাস আতঙ্ক উপেক্ষা করে টিসিবির মালামাল বিক্রি করছে আদি এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। রোববার সারাদিনই তারা শহরের দড়াটানা ও চৌরাস্তামোড়ে সয়াবিন তেল, চিনি ও মুসুড়ির ডাল সুলভ মূল্যে বিক্রি করেছে। শহরে প্রয়োজনীয় কাজে আসা মানুষ এসব মালামাল কিনে বাড়ি ফিরেছেন।
সরকার নির্ধারিত সুলভ মূল্যে যশোরে টিসিবির ডিলাররা পিকআপযোগে তাদের মালামাল বিক্রি করছেন। এসব মালামালের মধ্যে সয়াবিন তেল ৮০ টাকা কেজি, চিনি ৫০ টাকা ও মুসুড়ির ডাল ৫০ টাকা কেজি। তবে তাদের তালিকায় পিয়াজ থাকলেও এদিন সরবরাহ ছিল না। ফলে শহরবাসীকে ওই তিনটি পন্য সুলভে কিনেই বাড়ি ফিরতে হয়েছে। এদিন সকালে দড়াটানামোড়ে টিসিবির মালামাল বিক্রি করা হয়েছে। তবে এখানে ছিল মানুষের ভিড়। অবশ্য বিকেলে শহরের চৌরাস্তামোড়ে সুশৃঙ্খলভাবে টিসিবির এসব মালামাল বিক্রি করতে দেখা গেছে আদি এন্টারপ্রাইজকে। তাদের মালামাল বোঝাই পিকআপের পেছনে ছিল ক্রেতাদের দুটি লাইন। অবশ্য এ লাইনে মানুষ ছিলেন তিন ফুট দুরত্বে। তারা নিজেদের নিরাপত্তা মেনেই এসব মালামাল কিনেছেন। টিসিবি ডিলারদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। দেশে দুর্যোগকালীন সময়েও সরকারের নিদের্শনা মেনে তারা এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শহরবাসী। প্রতিদিনই এ কর্মসূচি চালিয়ে যাবার আহবান জানানো হয়েছে।