
যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ।
মুহাম্মদ আবুল লাইছ জনমতকে বলেন, রোববার বিকালে কাজী নাজিব হাসান সেনা সদস্যদের সাথে কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য ঝিকরগাছার কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন। ঝিকরগাছার গদখালী বাজার মোড় থেকে একটু সামনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ করে তার গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার ডান পায়ে আঘাত লাগে।
তিনি আরো জানান, মোটরসাইকেল পুলিশ হেফাজতে রেখে আসামী শনাক্ত করার চেষ্টা চলছে করা হচ্ছে।