কালীগঞ্জ শহর জীবানুমুক্ত করতে সড়কে ওষুধ পানি ছেটাচ্ছেন এমপি
টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
Published : Monday, 30 March, 2020 at 8:50 PM

মহামারি করোনাভাইরাসের কবল থেকে শহরকে জীবানুমুক্ত করতে এবার নিজেই রাস্তায় নেমেছেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। সোমবার দুপুরে তিনি শহরের মেইন বাসস্ট্যান্ডে ৬টি বড় পানির ট্যাংকি গাড়ি নিয়ে পৌর এলাকার সকল সড়কে ও মোড়ে মোড়ে পানি ছেটানো কার্যক্রমের উদ্বোধন করেন।
তার সাথে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইসচেয়ারম্যান শিবলী নোমানী ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরবাসীদের সুরক্ষায় করোনা জীবাণু ধ্বংস করতেই ব্লিসিন ও ওষুধমিশ্রিত পানি ছেটানো কার্যক্রমটিতে সহযোগিতা করেছেন কালীগঞ্জের পরিবেশক সমিতি।