
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শোবার ঘর থেকে ওই স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহের সন্ধান পায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএসপি’র) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের গৃহকর্তা তার তিন মাসের শিশু সন্তান ও স্ত্রীকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘরের বিছানায় সন্তান ও স্ত্রীর মরদেহ রয়েছে। গৃহকর্তার মরদেহ ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’
প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।