
অভয়নগর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দু’শতাধিক অসহায়, দুঃস্থ ও শ্রমজীবী দিনমজুর মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পীরজাদা শাহ্ খালিদ মামুনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, নওয়াপাড়া পৌর ছাত্রলীগ ও নওয়াপাড়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা দু’শতাধিক হ্যান্ড স্যানিটাইজার নওয়াপাড়া শহর ঘুরে অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, নওয়াপাড়া পৌর ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন আকাশ, এহসান হাবিব শান্ত, রাকিব সরদার, মিনহাজুর ইসলাম, হাসিবুল ইসলাম, কলেজ ছাত্রলীগনেতা আল-আমিন রাজু, শাহ সাবাব জাকি, ইমরুল, সাকিব, রাকিব।