
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকা নিম্ন আয়ের ও দুঃস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাতে অন্ধকারে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর।
সোমবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউএনও ইয়াছিন কবীর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডের একশ’ ২৮ জন অসহায়, দুঃস্থ, ভিক্ষুক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র চা দোকানি, সেলুনসহ বিভিন্ন ধরণের নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে নিজে গিয়ে চাল, ডাল, লবণ, আলু, সোয়াবিন তেল ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারি প্রকৌশলী অমিতাভ সরকার।