
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এমন ১০ জন চাকরিজীবী করোনা মোকাবেলায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘আস্থা’ নামে একটি সংগঠন করেছেন। এ সংগঠনের উদ্যোগে উপজেলার ৩০ জন ভ্যানচালককে মঙ্গলবার দুপুরে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
সংগঠনের উদ্যোক্তরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আশিকুর রহমান, নৌবাহিনীর লে. কমান্ডার শামীম, সওজের প্রকৌশলী এ এম আতিকুল্লাহ, রূপালী ব্যাংকের কর্মকর্তা শিকদার লাভলু, ব্র্যাক কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যাংকার এম জি কে জুয়েল, প্রকৌশলী রফিকুল ইসলাম, শামিন হাসান, শোভন রশিদ ও নাহিদ ইমতিয়াজ। এএসপি এস এম আশিকুর রহমান বলেন, নিজেদের টাকায় আমরা খাদ্যসহায়তার পাশাপাশি করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজও করছি। ঢাকায়ও আমাদের এ কাজ চলেছে।