
নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা তার সংসদীয় আসনের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার তার পক্ষে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি এ কে এম ফয়জুল হক রোম, যুগ্ম সাধারণ সম্পাদক লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ ও সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন।
মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন জানান, লোহাগড়া উপজেলায় ৬৫০ জন শ্রমজীবীকে এ খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল ও তেল। এছাড়া চিকিৎসক ও নার্সদের জন্য ২০০টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছেন মাশরাফি। গত সোমবার দুপুরে নড়াইলের সিভিল সার্জনের (সিএস) কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো মাশরাফির ব্যক্তিগত টাকায় কেনা। তিনি নিজের টাকায় শ্রমজীবী মানুষকে সাধ্যমতো সহায়তা দেয়ার চেষ্টা করছেন।