
দেশে করোনাভাইরাস রোধে জনসাধারণের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা রোধে সবাইকে এসব পরামর্শ মেনে চলার আহ্বানও জানায় প্রতিষ্ঠানটি।
শনিবার (৪ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এসব কথাগুলো বলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
ডা.আবুল কালাম আজাদ বলেন, সরকার যত পদক্ষেপেই নিক না কেন দেশের মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্য বিধি না মেনে চলেন তাহলে করোনা রোধ সম্ভব নয়। তাই আমাদের সবাইকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শগুলো হল:-
সামান্য সর্দি জ্বর কাশি হলে হাসপাতালে না এসে বাসায় চিকিৎসা নিন।
এক্ষেত্রে যেকোনো প্রয়োজনে আইইডিসিআর'র হটলাইন ও স্বাস্থ্য বাতায়নের নম্বরে কল করে বিস্তারিত তথ্য জানান।
সরকার কর্তৃক বর্ণিত স্বাস্থ্যবিধি জনগণকে মেনে চলতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
পরস্পরের মধ্যে ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে।
খুব জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।
কিছুক্ষণ পর পর ২০ সেকেন্ড ধরে সাবন দিয়ে হাত ধুতে হবে।
বাহির থেকে এসে কোন কিছু না ছুঁয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
এক্ষেত্রে যদি সম্ভব হয় হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
পরিধানের বস্তু নিয়ে যদি কোন ধরনের উদ্বিগ্ন থাকে তাহলে সেগুলোকে জেড বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।