
ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৭৪।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের।
আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫।
অন্যদিকে, দিল্লিতেও এক লাফে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৫।
আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির পর রয়েছে কেরল (৩০৬), তার পর তেলঙ্গানা (২৬৯), উত্তরপ্রদেশ (২২৭), রাজস্থান (২০০) এবং অন্ধ্রপ্রদেশ (১৬১)।
মৃত্যুর নিরিখেও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২৪ জনের। গুজরাটে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি ৪৯ জন সুস্থ হয়ে উঠেছে কেরল থেকে।