
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে করোনায় মোট ১৭ জনের মৃত্যু ও ১৬৪ জন আক্রান্ত হলেন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ১৩ জন নারী। ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে, দুজনের ৫০ বছরের ওপরে, একজনের বয়স ৪০ বছরের ওপরে।
ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।
করোনা আক্রান্ত ৪১ জনের বয়স বিভাজন এর ক্ষেত্রে ১০ বছর নিচে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে রয়েছেন সাতজন, ৬০ বছরের উপরে রয়েছে ৫ জন।
এর আগে সোমবারের পরিসংখ্যানে ঢাকায় ৬৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। সে সংখ্যার সঙ্গে নতুন ২০ জন যোগ হওয়ায় ঢাকায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে।