নওগাঁয় করোনাভাইারাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেফতার
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
Published : Tuesday, 7 April, 2020 at 6:55 PM

নওগাঁয় করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক জাকিরুল ইসলাম (৪২) নামে এক শিক্ষককে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে শহরের উকিল পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জাকিরুল ইসলাম রাজশাহী জেলার বাগমাড়া উপজেলার জিয়ান্দ পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে নিজের ফেসবুকে গত ৫ এপ্রিল একটি ইউটিউব লিংক শেয়ার করেন তিনি। তার ভিডিও চিত্রে দেখানো হয় লক-ডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুঁয়া তথ্য ভিডিওর মাধ্যমে অপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাধারন মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে পুলিশ আটক করে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহওয়ারর্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।