কচুয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি :
Published : Tuesday, 7 April, 2020 at 6:13 PM

কচুয়ায় পঞ্জাখানার (মসজিদ) ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বাদসা শেখ (৩৫) নামে এক যুবক।
জানাযায়, মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী গ্রামের খোকা শেখের পুত্র বাদসা শেখ ঘরের পাশের পঞ্জাখানার (মসজিদ) ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের পক্ষে থেকে জানায়, সে কয়েক দিন মানষিক ভরসম হিন ভাবে চলত। কচুয়া থানার ওসি সফিকুর রহমান বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে।