যশোরে মঙ্গলবার একদিনে ৩৭ জনকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩০ জন সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। বাকিদের মধ্যে অভয়নগরে একজন, চৌগাছায় একজন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঁচজন রয়েছেন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭ জনকে। যশোরে গত ১০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ২৫শ’ ২৫ জনকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।