মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ^রদী ইউপির সাদিপুর গ্রামে রান্না ঘরে আগুন লেগে কৃষকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় আগুনে দগ্ধ হয়ে বাড়ির মালিক নুরুল ইসলাম (৫৫) নামের এক কৃষকরে মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম ২নং ইশ^রদী ইউপির সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জামাল প্রাং এর ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানান, মঙ্গলবার নুরুল ইসলামের স্ত্রী রান্না ঘরে রান্ন করছিলেন এসময় চুলার আগুন ঘরের বৈদ্যুতিক তারে লেগে যায়। মুহুর্তের মধ্যে এই আগুন আর একটি ঘরে লেগে ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও বাড়ির মালিক নুরুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
২নং ইশ^রদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে নুরুল ইসলাম মারা গেছে। এছাড়াও তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।’