
৮ এপ্রিল বুধবার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিনাজপুর জেলার প্রায় ১২’শ অটো চালকদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী উপহার দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় ইকবালুর রহিম করোনা ভাইরাস সম্পর্কে সচেতনমুলক বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। আল্লাহর রহমতে এই ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবো আমরা। আপনারা শুধু ঘরে থাকুন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা খাদ্য পৌছে দিবো। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শুধু জনগন সচেতন হলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ কাজেম উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।