
নড়াইলে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এর নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসে কর্মহীন ও দলের অস্বচ্ছল নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুকবার সকালে শহরের বিভিন্ন পয়েন্টে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস,সহ-সভাপতি আল মামুন গাজী, আরিফ হাসান,আজিম,খোকন সহ প্রমুখ।
শাহরিয়ার রিজভী জর্জ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংকটকালীন সময়ে করোনার প্রদুর্ভাবে মানুষ যাতে বাড়ির বাইরে না আসে সে জন্য এই কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এবং তিনি দলীয়সভানেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।