
কেশবপুরে জনতা ব্যাংকের এক কর্মকর্তা অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
করোনোভাইরাস প্রতিরোধে গৃহবন্দি কর্মহীন উপজেলা সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া, গোপসেনা, বারুইহাটি, ভালুকঘর, সরাবপুর, শ্রীরামপুর এলাকার ৬৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা আলাউদ্দীন খান বাবু। শুক্রবার গোপসেনা বাজারে তার পক্ষে খাদ্য সহায়তা দরিদ্রদের মাঝে বিতরণ করেন সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আমানুল্লাহ গফুর।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওজিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আবু সাঈদ, ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান সান্টু, মেহেদি খান, এসকে সুজন ও প্রান্ত।