
সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী স্বাস্থ্যকর্মী মাহমুদুর রহমান সুমন এখন করোনামুক্ত। শুক্রবার দুপুরে শহরের উত্তর কাটিয়ার ভাড়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র প্রদান করেন জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মোস্তফা কামাল।
পরপর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন মো. হুসাইন সাফায়াত উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া ও অন্যান্য উপহার সামগ্রী তার হাতে তুলে দেন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘সুমনের পাশে সবাই ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলায় তিনি করোনামুক্ত হওয়ায় আমরা সবাই অত্যন্ত খুশি ও আনন্দিত।’
সিভিল সার্জন হুসাইন শাফায়েত সুমনকে বিশ্রামের পরামর্শ দিয়ে বলেন, ‘চিকিৎসকেরা তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি এখন করোনামুক্ত। তবুও আমরা তাকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দিচ্ছি।’
গত ২৬ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে কর্মস্থল যশোরের শার্শা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার নিজ বাড়িতে আসেন মেডিকেল টেকনোলজিস্ট মাহমুদুল হক সুমন। শার্শা থেকে আক্রান্ত হলেও তিনিই সাতক্ষীরার প্রথম করোনা রোগী হিসেবে বিবেচিত হন।