
করোনা সঙ্কটে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি পাঁচশ’ মানুষের মাঝে একদিনে উপহার সামগ্রী বিতরণ করলেন যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালার নির্মুল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন। শুক্রবার দিনব্যাপী এ কর্মযজ্ঞ পরিচালনা করেন তিনি।
এর আগে এ উপজেলায় তিন সহ¯্রাধিক দরিদ্র পরিবারের মাঝে নিত্যপণ্য বিতরণ করেন তিনি। এছাড়া ফোন কলের মাধ্যমেও খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন শাওন। প্রতিদিনই কোনো না কোনো ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি নিজে কিংবা তার একদল সেচ্ছাসেবক।
শুক্রবার উপজেলার জামদিয়া, দোহাকুলা, বাসুয়াড়ী, ধলগ্রাম ও দরাজহাট ইউনিয়নে পাঁচশ’ হতদরিদ্র পরিবারের মাঝে ঘুরে ঘুরে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তাকে সহায়তা করেন বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, জামদিয়া ইউনিয়নের যুবলীগ কর্মী সাইফুল ইসলাম, দোহাকুলা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তামিম হোসেন এবং ধারাভাষ্যকার কুমার কল্যাণ।
গত ৪ এপ্রিল বাঘারপাড়া উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু করেন রাকিব হাসান শাওন। এ কর্মকান্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।