
যশোর শহরের চাঁচড়ায় ট্রাকচাপায় নূর ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নূর ইসলাম যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস সালাম খাঁর ছেলে।
নিহতের চাচা জীবন খাঁ জানান, নূর ইসলাম ল্যাবএইড ফার্মাসিউটিক্যালে চাকরি করে। সকালে সে বাইসাইকেলে করে বাড়ি থেকে শহরে কর্মস্থলে যাচ্ছিল। চাঁচড়া এলাকায় পৌঁছালে সড়ক সংস্কার কাজে নিয়োজিত মোজাহার এন্টারপ্রাইজের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ব্যাপারে কোতোয়ালি থানার ইনসপেক্টর শেখ আবু হেনা মিলন বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।