
যশোরে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে আদালতের কার্যক্রমে। প্রথম দিনে সাতটি আদালতে ১২৭ টি মামলার জামিন শুনানী হয়েছে। এসব মামলায় ৮৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিয়ে আ্ইনজীবীদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
রোববার যশোর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন করেন।
আদালত সূত্র জানায়, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে সোমবার অনলাইনে ৬০ টি মামলায় জামিনের দারখাস্ত জমা পড়ে। তার মধ্যে ৫০ টি মামলায় শুনানী হয়। এরমধ্যে ৩৫ মামলায় ৩৬ জনের জামিন মঞ্জুর করেন। এছাড়া স্পেশাল জজ আদালতে ৩টি মামলার জামিনের দরখান্ত পড়ে। বিচারক মোহাম্মদ শামসুল হক তিনটি মামলার মধ্যে দুটিতে দু’জনকে জামিন প্রদান করেন । অপর মামলায় আসামির জামিন না মঞ্জুর করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ৮ টি আবেদনের প্রেক্ষিতে বিচারক টি এম মুসা ৬ মামলায় ৬ জনের জামিন মঞ্জুর করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতে ১৩ টি মামলার আবেদনে বিচারক মাহমুদা খাতুন ১০ মামলার শুনানী শেষে ১০ জনের জামিন মঞ্জুর করেন।
যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে তিনটি আদালত পরিচালিত হয়। এ তিন আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন ভার্চুয়াল কোর্টের বিচারকাজ পরিচালনা করেন। এ তিন আদালতে ১৬০ টি মামলায় জামিনের আবেদন পড়ে। এরমধ্যে ৫৮ টি মামলায় শুনানী হয়। ২৬ মামলায় ২৯ জনের জামিন মঞ্জুর করা হয়। একই সাথে ৩২ মামলার জামিন না মঞ্জুর করেন আদালত।
এদিন ভার্চুয়াল আদালতে অংশগ্রহন কারী কয়েকজন আইনজীবীর সাথে কথা বললে তারা জানান, ভার্চুয়াল আদালত যতটা কঠিন মনে হয়েছিল কিন্তু বাস্তবে ততটা কঠিন নয়। প্রযুক্তির ব্যবহার জানলে এটা কোনো ব্যাপারই না।
এ বিষয়ে কয়েকজন আইনজীবী বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আরো ভালো হয়।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী বলেন, ভার্চুয়াল আদালতে যশোরে প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। আশা করা যায় আস্তে আস্তে সবাই অভ্যস্ত হয়ে যাবে।