
রোববার গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।
তিনি জানান, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে এসে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেওয়া একজন নার্স, সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার একজন। এছাড়া, বাগেরহাটের কচুয়া উপজেলার মৃত একজনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে।
খুমেক সূত্র জানায়, খুমেকের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৬৮ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে খুলনা জেলায় রয়েছেন ২২ জন। এই ২২ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন। এছাড়া, ৬ জনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।