
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সীমিত পরিসরে শুধু পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে গত কয়েক দিনে পাটুরিয়া ঘাটে ছোট ছোট যানবাহনের চাপ বাড়ে। সেই সঙ্গে ফেরিতে পারাপারের জন্য মানুষের চাপ সামাল দিতে হিমসিম খেতে হয় কর্তৃপক্ষকে। এরপর সরকার থেকে শক্ত অবস্থান নেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বর্তমানে দুটি ফেরি দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।
এদিকে, ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে নজরদারিতে রাখছে পুলিশ। মানিকগঞ্জ জেলায় প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।