
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ভারতে মৃত্যু হলো ৩ হাজার ১৬৩ জনের।
মঙ্গলবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ৯৭০ জনের মধ্য দিয়ে ভারতে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৩৯ হাজারেরও বেশি এরই মাঝে সুস্থ হয়েছেন।
এদিকে ভারতে চতুর্থ ধাপে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণের মাত্রা অনুসারে করোনার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন ঘোষণার ক্ষমতা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিল্লিসহ বেশকিছু রাজ্য নিজেদের লকডাউনের বিধিনিষেধের ব্যাপারে বিস্তারিত জানানোর কথা। চতুর্থ লকডাউন অনুসারে দিল্লিতে মেট্রোরেল ও উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কেন্দ্র।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এখন পর্যন বিশ্বে প্রায় ৪৯ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের। সেরে উঠেছেন প্রায় ২০ লাখ।