
করোনা পরিস্থিতিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।এবার সেই আড্ডায় চমক হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। এছাড়াও যোগ দেবেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান। সোমবার রাতে ফেসবুক লাইভে বিরাট কোহলির সঙ্গে আড্ডা শেষে এমনটাই জানান তিনি।
এ বিষয়ে তামিম জানান, আজ মঙ্গলবার একটা বড় সারপ্রাইজ আছে। সেটা হলো আমাদের সঙ্গে খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান এই তিনজন থাকবেন। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।
তিনি আরো জানান, আমাকে অনেক লোকাল কোচ ফোন করে বলেছ ওয়াসিম আকরামের সঙ্গে একটু বোলিং টিপস নিয়ে যদি আলাপ করা যায় তাহলে ওরা জানতে পারবে,শিখতে পারবা।