
ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল আলম মিলু মিয়া (৮০)। মঙ্গলবার (১৯মে) দুপুরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।ইসলামিকফাউন্ডেশনেরস্বেচ্ছাসেবকটিমের সহায়তায় রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
এর আগে, রবিবার(১৭মে)উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে ঢাকা ফেরত৮০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর (৭০) করোনা শনাক্ত হয়।
জানা যায়, ওই মুক্তিযোদ্ধা ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত১৬ মে তিনি সস্ত্রীক ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। ওই দিনই তার ও তার পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠায়। ১৭ মে সন্ধ্যায় জানা যায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর করোনা পজিটিভ। ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা।
উপজেলাস্বাস্থ্যওপরিবারপরিকল্পনাকর্মকর্তাডা.মো.খালেদুররহমানবিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থা ভাল ছিল না।