লাইভে আসছেন উইলিয়ামসন
ক্রীড়া ডেস্ক :
Published : Wednesday, 20 May, 2020 at 3:24 PM
বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক
তামিম ইকবাল স্থানীয় ও
আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের নিয়ে তার সোশ্যাল
মিডিয়া লাইভ শোতে ভক্তদের
চমক দিয়ে যাচ্ছেন।
এবার লাইভে তামিমের অতিথি
নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন
উইলিয়ামসন। আগামীকাল
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায়
শুরু হবে এই লাইভ
অনুষ্ঠান।
বিশ্বব্যাপী
করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা তাদের
ভক্তদের সাথে নিজেদের অনেক
স্মৃতি এবং অজানা গল্প
শেয়ার করতে বা মহামারী
সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন
করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে যাচ্ছেন।
তামিম
প্রথম দুটি পর্বে ইনস্টাগ্রামে
যথাক্রমে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর
রহিম এবং টি-২০
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে লাইভে এসেছিলেন।
পরে তামিম তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি স্থানান্তর করেন, যেখানে সম্প্রতি বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পেসার তাসকিন আহমেদ, রুবেল হোসেন, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকার, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি উপস্থিত হয়ে তাদের কিছু অজানা গল্প শেয়ার করেন।