
চট্টগ্রাম মহানগরী ও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের চারটি ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ আসে।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. সেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল, ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কক্সবাজার মেডিকেল কলেজে ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো করোনা পজিটিভ শনাক্ত হয়নি। বাকি তিনটি ল্যাবে সর্বমোট ১৬১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়।