
যশোর সদর উপজেলার আরবপুর উইনিয়ন পরিষদের উদ্যোগে নয় নং ওয়ার্ডের ধোপাখোলা স্কুলমাঠে ১০০ পরিবারের মাধ্যে মুরগি বিতরণ করেন ইউপি শাহারুল ইসলাম।
এদিকে, ৯টি ওয়ার্ডের ৯০০পিচ ও ইমাম মোয়াজেনদের মধ্যে ১০০পিচ করে একহাজার পরিবারের মধ্যে এ মুরগি বিতরণ করা হয়। এসময় উপস্থিতছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন, আশরাফ আলী, উজ্জ্বল রহমান , কেয়া পারভিন, যুবলীগ নেতা আমিরুল ইনলাম প্রমুখ।