
ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সোমবার (২৯ জুন) ১৫৪ জন রোগী করোনামুক্ত হয়ে বাড়ি ফেরায় এ নিয়ে জেলায় করোনাজয়ী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সুস্থ হওয়া ১৫৪ জনের মধ্যে সদরে ৭৪ জন, ভালুকায় ২৬ জন, ধোবাউড়ায় ১৭ জন, মুক্তাগাছায় ১৪ জন, ত্রিশালে ১২ জন, নান্দাইলে ৭ জন, ফুলবাড়িয়া উপজেলার ৪ জন ব্যক্তি রয়েছেন।
এদিকে জেলায় নতুন করে ৩৬ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৮৬৪ জন। যেখানে সুস্থতার হার ৪৮ শতাংশ।
ডা. এ বি এম মসিউল আলম বলেন, বর্তমানে ৯১৮ জন আইসোলেশনে রয়েছেন। তাদেরও সুস্থ করে তোলার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আশা করছি তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদরসহ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি। এখানেই ১ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের ৫৭ শতাংশ।
সুস্থ হওয়ার তালিকাতেও সবচেয়ে এগিয়ে সদর ও সিটি করপোরেশন এলাকা। এখানে ৪৫৫ জন সুস্থ হয়েছেন, যা জেলার মোট সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ শতাংশ। এরপরেই যথাক্রমে ভালুকায় ৮২ জন, ঈশ্বরগঞ্জে ৬০ জন, ধোবাউড়ায় ৪৬ জন, ত্রিশালে ৪২ জন, ফুলপুরে ৩৯ জন, গফরগাঁও উপজেলায় ৩৬ জন রয়েছেন। এছাড়া মুক্তাগাছায় ২৮ জন, নান্দাইলে ২৪ জন, ফুলবাড়িয়ায় ২৩ জন, তারাকান্দায় ১৪ জন, হালুয়াঘাটে ৮ জন এবং গৌরীপুরে ৭ জন সুস্থ হয়েছেন।
এদিকে, জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে।