পেঁপে গাছের সাথে শত্রæতা!
টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
Published : Saturday, 4 July, 2020 at 11:32 PM

কালীগঞ্জে তিন শতাধিক পেঁপে গাছ শুক্রবার রাতে কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মল্লিকপুর গ্রামের বর্গাচাষী মাজেদুল ইসলাম এ ক্ষতির শিকার হয়েছেন।
কৃষক মাজেদুল ইসলাম জানান, তিনি বেথুলী গ্রামের স্কুল শিক্ষক আব্দুল জলিলের আড়াই বিঘা জমি প্রতিবিঘা বছরে ১০ হাজার টাকায় ৩ বছরের জন্য লিজ নিয়ে পেপে চাষ করেছেন। এ আবাদে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কিন্ত পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা ধরন্ত পেঁপে গাছগুলো রাতের আধারে কেটে দিয়েছে। এ আবাদে তার ৩ বছরে কমপক্ষে ১০ লাখ টাকা লাভ হত। তিনি চোখের পানি মুছতে মুছতে বলেন, এ কেমন শত্রæতা?