জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় রোববার সদর উপজেলার চাঁচড়া বাজারে অভিযান চালিয়েছে। এসময় মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রিমূল্য বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির জন্যে সংরক্ষণ করার অপরাধে আজগর স্টোর, ফয়জুল স্টোর ও বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল স্টোরকে যথাক্রমে এক হাজার পাঁচশত, এক হাজার) ও তিন হাজার টাকাসহ মোট পাঁচ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ব্যবসায়ীদের এসময় মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ করাসহ স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।