
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নেয়া,রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে পেশাগত জ্ঞান,দক্ষতা,সততা,অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেয়া হয়।
রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন যশোরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। যশোর জেলায় একজন ইউএনওকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন,‘প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। আমার ভবিষ্যৎ কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। আমি এই পুরস্কারের সম্মান রক্ষা করার চেষ্টা করবো।’ এ সময় ভালো কাজে সহযোগিতা করায় স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।
২০১৯ সালের জুনে যশোরের বাঘারপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন তানিয়া আফরোজ। যোগদানের পর থেকেই উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সক্ষম হন তিনি। বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন কর্মকাÐ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়ে আসছেন ইউএনও তানিয়া আফরোজ।