
সরকারি মুরগি খামারের পোল্ট্রি ডেভলেপমেন্ট অফিসার রেফায়েত উল হাসানকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। তিনি ছিলেন সাসপেন্ড থাকা এডির অনিয়ম দুর্নীতির সাক্ষি। তার কাছে ছিল এডির অনিয়ম দুর্নীতির তথ্যউপাত্ত। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার পিডিওকে বদলি করায় স্টাফদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, তার অবর্তমানে তদন্ত সম্পন্ন করানোর জন্য এনামুল হক দেনদরবার করে এই বদলির আদেশ করিয়েছেন ।
দুর্নীতির অভিযোগে ২৪ জুন সাময়িক সাস্পেন্ড হন এডি এনামুল হক। তিনি ২ জুলাই খামার ত্যাগ করেন। এনামুল হক তার সাসপেন্ডের জন্য পোল্ট্রি ডেভলেপমেন্ট অফিসার রেফায়েত উল হাসানসহ কয়েকজন স্টাফকে দায়ি করতে থাকেন। বিশেষ করে সংস্কারের নামে সরকারি বরাদ্দের সিংহভাগ পকেটস্থ করার ব্যাপারে এডির বিরুদ্ধে মুখ খোলেন তিনি। খামারে কোনো সংস্কার হয়নি এমন সচিত্র প্রতিবেদন ও তথ্য তিনি সরকারের উপর মহলে সরবরাহ করেন। শুধু তাই নয় এডির নানান দুর্নীতির তথ্য তিনি ঊর্ধ্বতন মহলকে অবহিত করেন।
খামারের অধিকাংশ স্টাফের দাবি মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে এবং অধিদপ্তরকে ম্যানেজ করে তাকে বদলি করানো হয়েছে।