
মাগুরায় করোনা উপসর্গ নিয়ে শফিউদ্দিন চোপদার (৭৫) নামে এক ব্যক্তি রোববার ভোরে মারা গেছেন। তার বাড়ি পৌরসভার ভায়না চোপদারপাড়া এলাকায়।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন। শনিবার মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। এরপর রোববার ভোর ৪ টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, শনিবার শফি উদ্দিন চোপদারসহ ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় মোট একশ’ ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৩ জন মাগুরা পৌর এলাকার বাসিন্দা। সুস্থ হয়েছেন ৫২ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন একশ’ তিনজন। জেলার বাইরে উন্নত চিকিৎসার জন্যে স্থানান্তর করা হয়েছে সাতজনকে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চারজন।