নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবদুল মোমেন। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১৪ জন এবং কালিয়া উপজেলায় চারজন রয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও নয়জন চিকিৎসকসহ সর্বমোট দুশ’ ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আট চিকিৎসকসহ ৮৭জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং সাতজন মারা গেছেন।