
নভেল করোনাভাইরাস প্রতিরোধী কোনো প্রতিষেধক না পাওয়া গেলে আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ভারতে প্রতিদিন ২ লাখ ৮৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন! করোনা নিয়ে ভারতের জন্য এই উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
৮৪টি দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের উপর এই সমীক্ষা চালিয়েছে এমআইটির স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট। তাদের হিসাব বলছে, ২০২১-এর মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ থেকে ৬০ কোটির মধ্যে হতে পারে।
এটি নির্ভর করছে তিনটি বিষয়ের উপরে। এক বর্তমানে যে হারে পরীক্ষা চলছে, তা বজায় থাকলে। দুই পরীক্ষার হার বাড়ালে। তিন পরীক্ষার হার একই থাকলে কিন্তু সংক্রমণের হার বাড়লে।
গবেষকেরা বলছেন, চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর-নভেম্বর মাসে সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।
ওয়ার্ল্ডওমিটারের হিসাবে তিন নম্বরে থাকা ভারতে এখন পর্যন্ত ৭ লাখ ৪৩ হাজার ৪৮১ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৫৩ জনের।